News71.com
 Bangladesh
 18 Feb 22, 12:47 AM
 321           
 0
 18 Feb 22, 12:47 AM

কক্সবাজারে ১৯১ ভরি স্বর্ণসহ পাচারকারী আটক।।

কক্সবাজারে ১৯১ ভরি স্বর্ণসহ পাচারকারী আটক।।

নিউজ ডেস্কঃ  কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ১৯১ ভরি ৬ আনা স্বর্ণসহ করম আলী ওরফে করিম (৩৭) নামে এক চোরাকারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব ১৫)। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৬ লাখ ৯ হাজার ৪৫৯ টাকা। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১৫ এর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম সরকার।  আটক করম আলী টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মনিয়াঘোনা এলাকার ঠাণ্ডা মিয়ার ছেলে।

খায়রুল ইসলাম সরকার জানান, শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে পার্শ্ববর্তী দেশ (মিয়ানমার) থেকে পালংখালী সীমান্তবর্তী দিয়ে বুধবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশের অভ্যন্তরে একটি সোনার চালান প্রবেশ করছে, এমন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল পালংখালীতে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। এক পর্যায়ে ঘটনাস্থলে আসা এক যুবক চেকপোস্টের সামনে থেকে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।  তিনি আরও জানান, ওই যুবকের আচরণ ও গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে পালালোর কারণ জানতে চাইলে তিনি বিভিন্ন অসংলগ্ন কথাবার্তা বলেন। এমতাবস্থায় র‍্যাব তার শরীর তল্লাশি করে ছয়টি সোনার বার, চারটি নেকলেস, ৩৩টি চেইন, ১৭টি চুড়ি, ৩৫ জোড়া কানের দুল, ১৫টি লকেট, ১২টি নাকফুল, ১৬টি আংটিসহ সর্বমোট ১৯১ ভরি ৬ আনা স্বর্ণালংকার জব্দ করে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন