নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরের রায়পুরে মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর সময় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় উপজেলা বিএনপির সহ-সভাপতি সফিক ভূঁইয়া ও সাবেক যুবদল নেতা সফিকুল আলমসহ বিএনপির দুই শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) রাতে সাবেক ছাত্রলীগ নেতা জুম্মান সোলতান বাদী হয়ে মামলাটি করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে বিএনপির দুই কর্মীকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে রায়পুর থানার (ওসি) শিপন বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলা ও ভাঙচুরের অভিযোগে একটি মামলা হয়েছে। এতে ৫৩ জনের নাম উল্লেখ করে আরও ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।