নিউজ ডেস্কঃ দেশের একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে অবৈধভাবে আহরণ করা প্রায় ১০ হাজার রেনু পোনা উদ্ধার করেছেন নৌ পুলিশের সদস্যরা। রোববার (৮ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত হালদা নদীর মোহনায় ও তৎসংলগ্ন এলাকায় নৌ পুলিশ অভিযান পরিচালনা করে এই পোনা উদ্ধার করেন। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম অঞ্চলের নৌ পুলিশ সুপার মোহাম্মদ মোমিনূল ইসলাম ভূইয়া।
জানা গেছে, অভিযানের সময় রাউজানের কচুখাইন এলাকায় অবৈধভাবে মাছের রেনু পোনা ধরার ঠেলা জাল, পরিত্যক্ত নৌকা ও প্রায় ১০ হাজার রেনু পোনা মাছ জব্দ করা হয়। পরবর্তীতে রেনু পোনাগুলো দ্রুত হালদা নদীতে অবমুক্ত করা হয়। জাল, নৌকা ধ্বংস করা হয়। সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মিজানুর রহমান বলেন, হালদা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। এরপরও কিছু অসাধু ব্যক্তি মা মাছ শিকার করছে। হালদা নদীর মা মাছ রক্ষায় ও প্রজননের সুরক্ষায় নৌ পুলিশের সদরঘাট নৌ থানা ও হালদা নৌ-ক্যাম্পের অভিযান অব্যাহত রয়েছে।