News71.com
 Bangladesh
 09 May 22, 11:50 AM
 420           
 0
 09 May 22, 11:50 AM

নিখোঁজের ৩৪ ঘণ্টা পর ।।উদ্ধার ৪ কিশোরী

নিখোঁজের ৩৪ ঘণ্টা পর ।।উদ্ধার ৪ কিশোরী

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরের কমলনগর থেকে নিখোঁজের ৩৪ ঘণ্টা পর ৪ কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা কারাগার সংলগ্ন রহমান কন্টেকটারের বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়।রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান।এসময় সাংবাদিকদের পুলিশ সুপার জানান, গত শনিবার দুপুরে নিখোঁজ কিশোরীদের ঝুমুর এলাকায় কান্না করতে দেখে ফারুক নামের এক সিএনজি চালক। এক পর্যায়ে ফারুক ওই কিশোরীদের তার পরিচিত পুলিশের নায়েক নুরুল ইসলামের জেলা কারাগার সংলগ্ন বাসায় নিয়ে যায়। নায়েক নুরুল ইসলামের স্ত্রী তার নিকটাত্মীয় রহমানের বাসায় ওই কিশোরীদেরকে রাখে। পরে ওই সিএনজি চালকের মাধ্যমে কমলনগর এলাকায় তার পরিবারের সদস্যদের খোঁজ নিতে থাকে। নায়েক নুরুল ইসলাম ৪ কিশোরী নিখোঁজের খবর কমলনগর থানা অফিসার ইনর্চাজকে অবহিত করলে সে অনুযায়ী তাদেরকে উদ্ধার করা হয় বলে জানান পুলিশ সুপার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, কিশোরীরা তাদের পরিবারের ঠিকানা দিতে রাজি হয়নি । অভাব অনটন ও কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয় তারা। কাজের মাধ্যমে পরিবারের আর্থিক অভাব অনটন দূর করতে তারা বাবা-মার অগোচরে বাড়ি থেকে পালিয়ে যায়।প্রেস ব্রিফিং শেষে কিশোরীদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, ডিএসবির ওসি একেএম আজিজুর রহমান মিয়া ও কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলায়মান হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শনিবার সকাল ৮টার দিকে কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরবসু এলাকার বাড়ি থেকে চার কিশোরী বের হয়। নিখোঁজ কিশোরী সামিয়া আক্তার নিহার শান্তিরহাট এলাকায় নানার বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য বের হয়। কিন্তু শনিবার রাত পর্যন্ত সেখানে তারা পৌঁছায়নি। পরে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে তাদের সন্ধান না পেয়ে রাতেই থানায় সাধারণ ডায়েরি করেন নিখোঁজ কিশোরী নিহার নানী আকলিমা বেগম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন