News71.com
 Bangladesh
 14 Jun 22, 10:55 AM
 1276           
 0
 14 Jun 22, 10:55 AM

সরকারি রাবার বাগানের ৯ হাজার চারা কেটে দিল রোহিঙ্গারা।।

সরকারি রাবার বাগানের ৯ হাজার চারা কেটে দিল রোহিঙ্গারা।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্তৃপক্ষের দেশের অন্যতম কক্সবাজারের রামু রাবার বাগানের জমি জবর দখলে মরিয়া হয়ে উঠেছে শক্তিশালী একটি রোহিঙ্গা ভূমিসদ্যু চক্র। চক্রটি গত কয়েকদিনে বাগানের ৩৫ একর এলাকাজুড়ে সৃজিত প্রায় ৯ হাজার রাবার গাছের চারা কেটে দিয়েছে। এতে বাগানের ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি বাগান কর্তৃপক্ষের। রোববার (১২ জুন) এ ঘটনায় রামু থানায় ১০ জন রোহিঙ্গার নাম উল্লেখ করে মোট ৩০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। থানার এজাহার সুত্রে জানা গেছে, রোহিঙ্গা মৌলভী মোহাম্মদ হোসেন প্রকাশ বর্মাইয়া মৌলভী এবং রোহিঙ্গা নুরুল ইসলাম নামের দুজনের নেতৃত্বে রাবার বাগানের জমি দখলের উদ্দেশ্যে চারাগুলো কেটে ফেলা হয়েছে। বেশ কয়েক বছর ধরে বাগানটির পার্শ্ববর্তী পাহাড়ে কয়েকটি রোহিঙ্গা পরিবার অবৈধভাবে বসতি গড়ে তুলেছে।

এসব রোহিঙ্গারা স্থানীয় সমাজবিরোধী কিছু লোক দলে নিয়ে সরকারি রাবার বাগানটির পাহাড়ি জমি জবর দখলে মেতে উঠেছে। বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্তৃপক্ষের গড়ে তোলা দেশের প্রথম মাতৃবাগান এটি। বাগানের ব্যবস্থাপক নন্দী গোপাল রায় জানান, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের মালিকানাধীন দুই হাজার ৭০০ একর পাহাড়ি জমির ওপর ১৯৬১ সালে বাগানটি যাত্রা শুরু করে। ইতোমধ্যে এটি রাবার শিল্প বিকাশের পাশাপাশি দেশের অন্যতম পর্যটন স্পটে পরিণত হয়। কিন্তু এতে লোলুপ দৃষ্টি পড়ে কিছু ভুমিগ্রাসীর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন