News71.com
 Bangladesh
 14 Jun 22, 11:27 AM
 1091           
 0
 14 Jun 22, 11:27 AM

কুমিল্লা সিটিতে মধ্যরাত থেকে ৭২ ঘণ্টা বাইক চলাচল বন্ধ।।

কুমিল্লা সিটিতে মধ্যরাত থেকে ৭২ ঘণ্টা বাইক চলাচল বন্ধ।।

নিউজ ডেস্কঃ আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন উপলক্ষে ভোটের এলাকায় সোমবার (১৩ জুন) রাত ১২টা থেকে ৭২ ঘণ্টার জন্য মটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া ভোটের দিন অন্যান্য যন্ত্রচালিত যান চলাচলও ২৪ ঘণ্টার জন্য বন্ধ থাকবে। ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান এ নির্দেশনা বাস্তবায়নের জন্য গত ৩১ মে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক ও মহাসড়ক বিভাগের সচিবকে চিঠি দেন। সেই চিঠির পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ইসির নির্দেশনায় বলা হয়েছে- কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন এবং ছয়টি পৌরসভার সাধারণ নির্বাচন তফসিল অনুসারে ১৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পৌরসভাগুলো হচ্ছে, গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ ও মুকসুদপুর, সিলেট জেলার বিয়ানীবাজার, রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি, মেহেরপুর জেলার মেহেরপুর এবং ঝিনাইদহ জেলার ঝিনাইদহ। ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের আগের দিন মধ্যরাত অর্থাৎ ১৪ জুন দিনগত রাত ১২টা থেকে ১৫ জুন দিনগত রাত ১২টা পর্যন্ত ট্রাক ও পিকআপভ্যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া ১৩ জুন দিনগত রাত ১২টা থেকে ১৬ জুন রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা অব্যহত থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন