News71.com
 Bangladesh
 15 Jun 22, 11:11 AM
 1015           
 0
 15 Jun 22, 11:11 AM

কুসিক নির্বাচন।।বৃষ্টি বিঘ্ন ঘটালো ভোটে

কুসিক নির্বাচন।।বৃষ্টি বিঘ্ন ঘটালো ভোটে

নিউজ ডেস্কঃ  সকাল ৯টা ১০ মিনিট। মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নারী ভোটারে কানায় কানায় পরিপূর্ণ। একটু পরেই এলো বৃষ্টি এতে দিক-বিদিক ছোটা-ছুটি করতে লাগলো নারীরা। বুধবার (১৫ জুন) সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। কয়েকজন নারী জানান, সকাল সকাল ভোট দিয়ে চলে যাব ভেবেছি। তবে বিপত্তিটা ঘটালো বৃষ্টি। তবে বজ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। বৃষ্টিতে ভিজেও কেন্দ্রটিতে ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছেন। খোঁজ নিয়ে জানা যায়, সবগুলো কেন্দ্রে সকাল সাড়ে ১০টা পর্যন্ত বেশ শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে। কোনো কেন্দ্র থেকে অনিয়মের খবর আসেনি।

 স্থানীয় এক আওয়ামী লীগ নেতা জানান, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে সকাল সোয়া ৯টায় ভোট দিয়েছেন। সকাল ১০টার দিকে হুচ্চামিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার কথা রয়েছে বর্তমান মেয়র ও বিএনপির বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কু। সকাল ৮টা থেকে শুরু হওয়া কুমিল্লা সিটিতে মোট ভোটার দুই লাখ ২৯ হাজার ৯২০ জন। এদের মধ্যে ১ লাখ ১৭ হাজার ৯২ জন নারী ভোটার এবং পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন দুজন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন