নিউজ ডেস্কঃ শেরপুরে এক হাজার ৮০০ ইয়াবা ট্যাবলেটসহ তাওহিদুল আলম নামে কক্সবাজারের এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব। শুক্রবার (১ জুলাই) সদর উপজেলার কানাশাখলা বাজার থেকে তাকে আটক করা হয়। আটক তাওহিদুল কক্সবাজার জেলার সদর থানার মহুরীপাড়া গ্রামের মৃত নুরুল হকের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে কানাশাখোলা বাজারের মেসার্স জুলেখা ট্রেডার্সের সামনে পাঁকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাওহিদুলকে আটক করে র্যাব। পরে তল্লাশী করে তার ট্রাভেল ব্যাগ থেকে এক হাজার ৮০০ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দ করা এসব মাদকের আনুমানিক মূল্য পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা। তওহিদুলের বিরুদ্ধে শেরপুর সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র্যাব। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বন্দে আলী মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।