News71.com
 Bangladesh
 03 Jul 22, 06:24 PM
 1110           
 0
 03 Jul 22, 06:24 PM

বিজয়নগর থেকে ঢাকায় নেওয়া হচ্ছিল ১০০ কেজি গাঁজা।।

বিজয়নগর থেকে ঢাকায় নেওয়া হচ্ছিল ১০০ কেজি গাঁজা।।

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এসময় জব্দ করা হয়েছে এসব গাঁজা বহনকারী প্রাইভেটকারটিও।  সোমবার (০৩ জুলাই) সকালে উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা থেকে তাদের আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন- জেলার বিজয়নগর উপজেলার চারধরা গ্রামের আনছার আলীর ছেলে রবিন (১৭) ও একই উপজেলার আমতলী গ্রামের বারেক মিয়ার ছেলে রাকিব মিয়া (১৮)। আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার উপ- পরিদর্শক (সাজেন্ট) মো. জহুরুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে ১০০ কেজি গাঁজাসহ দু’জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে গাঁজাগুলো জেলার সীমান্তবর্তী বিজয়নগর থেকে ঢাকা নেওয়ার কথা ছিল।  এ ঘটনায় তাদের নামে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন