News71.com
 Bangladesh
 06 Oct 20, 02:24 PM
 754           
 0
 06 Oct 20, 02:24 PM

নারায়ণগঞ্জে দেশের সেরা মডেলদের নিয়ে অনুষ্ঠিত হলো র্যাম্প শো॥

নারায়ণগঞ্জে দেশের সেরা মডেলদের নিয়ে অনুষ্ঠিত হলো র্যাম্প শো॥

নিউজ ডেস্কঃ চলমান মহামারি করোনা কালের অস্থিরতার সময়কে অতিক্রম করে কাজকর্মে গতিশীলতা আনতে দেশ সেরা মডেলদের নিয়ে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হলো র্যাম্প শো। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের উকিল পাড়ায় ফ্যাশন হাউজ আর্টের শো-রুমে অনুষ্ঠিত হয় এই র্যাম্প শো। একই সঙ্গে উদ্বোধন করা হয় ফ্যাশন আউটলেট ‘আর্ট’ এর ১৬তম শাখার। উদ্বোধনী অনুষ্ঠানের ফিতা কাটা মাত্রই শুরু হয় দেশ সেরা মডেলদের ক্যাটওয়াকে ফ্যাশন র্যাম্প শো। আর্ট আউটলেটের লাল গালিচা আরো আলো ঝলমলে হয়ে উঠে সৈয়দ রুমা, রাজম্যানিয়া, আইরিন আফরোজ, ফজলে রাব্বি, মাইশা, ইমরান, হৃতিকা, রূপম, ইফা, নিহাফ খান, অর্পিতাদের পদভারে। ফ্যাশন র্যাম্প শো’র সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ‘আর্ট’র ডিজাইনার হোসাইন ইমন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন