কালিগঞ্জ(সাতক্ষীরা)সংবাদদাতা: কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া কমিউনিটি ক্লিনিকের ইন্টার ফেইস সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় নবযাত্রা‘র আয়োজনে পানিয়া সূর্যমুখী প্রি-ক্যাডেট স্কুল মাঠ প্রাঙ্গনে কমিউনিটি ক্লিনিকের ইন্টার ফেইস সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবযাত্রার এসএও গনেশ মন্ডল এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুর রউফ সরদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের স্যানেটারী ইন্সপেক্টর আব্দুস সোবহান, ইউপি সদস্য ফেরদাউস মোড়ল, মাহফুজা পারভীন খুকু, কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাজেদুল হক সাজু, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি গিয়াস উদ্দিন সরদার, কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক স.ম মাসুদ পারভেজ ক্যাপ্টেন, গ্রাম উন্নয়ন কমিটির সহ-সভাপতি শাকিলা আমিন, পানিয়া কমিউনিটি ক্লিনিকের সিএইচ সিপি খান সাদেকুর রহমান, গ্রাম উনন্নয়ন কমিটির সদস্য আব্দুর রাশেদ পল্টু, আলমগীর কবির মিলন প্রমুখ।অনুষ্ঠান শেষে গ্রামের কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।