নিউজ ডেস্কঃ খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান। ২০১৪ সালের নির্বাচনে এমপি নির্বাচিত হওয়ার পর এই কয়েক বছরে সম্পদের পাহাড় গড়েছেন তিনি। প্রায় ১০ কোটি টাকা মূল্যের আলিশান বাড়ি,খুলনার শহরতলিতে ৫০ কোটি টাকার জমি, স্ত্রীর নামে সোনাডাঙ্গায় পাঁচ কোটি টাকা মূল্যের তিনতলা বাড়ি এবং নিজের সন্তানদের নামে কয়েক শ বিঘা জমি কিনেছেন। এ ছাড়া রাজধানীর গুলশান ও ধানমণ্ডিতে রয়েছে একাধিক ফ্ল্যাট। নিজের পরিবারের বাইরেও স্বজনদের নামে এবং বেনামে সম্পদ রয়েছে তাঁর। এমপি মিজানুর রহমানের বিরুদ্ধে দুদক সূত্রে এমনই তথ্য পাওয়া গেছে। অভিযোগ উঠেছে,তিনি কিছু অনুসারী দিয়ে মাদক ব্যবসা ও টেন্ডারবাজিতে জড়িয়ে পড়েন। জনপ্রতিনিধিত্বের দায়িত্বটি তাঁর জন্য ধরা দেয় আলাদিনের চেরাগ হিসেবে। এমপি মিজানকে গতকাল সোমবার দুদকে ডাকা হয় এবং প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়া গেছে জানিয়ে কমিশনের একজন কর্মকর্তা বলেন,অনুসন্ধানের প্রয়োজনে উনাকে আবারও ডাকা হতে পারে।
মাদক ব্যবসা,টেন্ডারবাজিসহ ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধ সম্পদ গড়ার বিষয়ে প্রশ্ন করা হলে এমপি মিজান সব অভিযোগই অস্বীকার করেন। তিনি নিজ দলের ওপর মহলের কোনো ব্যক্তির ইশারায় অভিযোগ আসছে বলেও দুদক কর্মকর্তার কাছে অভিযোগ তোলেন। কিন্তু ঢাকা ও খুলনায় জমি,ফ্ল্যাট এবং গাড়ি-বাড়ির মালিকসহ কয়েক শ কোটি টাকার সম্পদ গড়েছেন কিভাবে—এমন প্রশ্নের যুক্তিসংগত জবাব দিতে পারেননি এমপি মিজানুর। দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য নিউজ ৭১ কে বলেন,অভিযোগের বিষয়টি আমলে নিয়েই অনুসন্ধানে নেমেছে দুদক।
দুদকে আসা অভিযোগের সূত্র ধরে দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুসন্ধানে নেমে এমন অভিযোগে প্রাথমিক সত্যতা পেয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেন। দুদকের একজন কর্মকর্তা নিউজ ৭১ কে বলেন,দুদক অনেক অভিযোগ নিয়েই অনুসন্ধানে নামে। যেসব অভিযোগের বিষয়ে অনুসন্ধান করে প্রাথমিক তথ্য-উপাত্ত ও প্রমাণাদি পায় সেসব অভিযোগের বিষয়েই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। একইভাবে এমপি মিজনুর রহমানের বিষয়েও প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পরবর্তী সময়ে অনুসন্ধানের প্রয়োজনে উনাকে আবার ডাকা হতে পারে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে জানা গেছে, মাদক ব্যবসা, চোরাচালান, সিটি করপোরেশনে একচেটিয়া টেন্ডারবাজিসহ বিভিন্নভাবে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গতকাল মিজানুর রহমানকে তারা জিজ্ঞাসাবাদ করে। গতকাল সকাল ১০টা থেকে বিকেল সোয়া ৩টা পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলে। দুদকের অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপপরিচালক মঞ্জুর মোর্শেদ প্রায় সোয়া পাঁচ ঘণ্টাব্যাপী এমপি মিজানকে জিজ্ঞাসাবাদ করেন। গত ৪ এপ্রিল জিজ্ঞাসাবাদের জন্য তলব করার পর গতকাল মিজান দুদকের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন।
জিজ্ঞাসাবাদ শেষে দুদক কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় গতকাল বিকেলে এমপি মিজানুর রহমান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন,দুদক জিজ্ঞাসাবাদের জন্য আমাকে ডেকেছিল,আমি এসেছি এবং তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছি। আমি দুদককে বলেছি,এ ধরনের বিষয়ের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আপনারা যাচাই-বাছাই করেন,অনুসন্ধান করে দেখেন। আমার বিশ্বাস কিছু মানুষ আমার জনপ্রিয়তায় ভিত হয়ে ষড়যন্ত্র করে এ ধরনের বানোয়াট মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সুনাম নষ্ট করতেই এমন অভিযোগ করেছে দুদক কার্যালয়ে।
জানা গেছে,খুলনা মহানগরের প্রতিটি ওয়ার্ডে অলিতেগলিতে মাদকের বিস্তার ঘটেছে। সরকারের গোয়েন্দা প্রতিবেদনে খুলনা নগরীর মাদক ব্যবসায়ীদের তালিকায় এমপি মিজানুর রহমানসহ ক্ষমতাসীন দলের কিছু নেতাকর্মীর নাম উঠে আসে। এরপর এমপি মিজানসহ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে খুলনা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়।