খুলনা সংবাদদাতাঃ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি দেশের প্রথম টেকসই ডিজিটাল ভূমি তথ্য ব্যাংকের উদ্বোধন করেন। আজ মঙ্গলবার দুপুর ১টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে অায়োজিত এক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল, বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন , জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, পুলিশ সুপার এসএম শফিউল্লাহপ্রমুখ। ডিজিটাল ভূমি ব্যাংকের সার্বিক বিষয় তুলে পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জিয়াউর রহমান ( রাজস্ব) ।
উদ্বোধনকালে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, ভূমি বিষয়ক সমস্যা সারাদেশের সমস্যা শুধুমাত্র খুলনার নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন। অাজকের বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ। সরকার কোভিড ~ ১৯ সাহসিকতার সাথে মোকাবেলা করে চলেছে। পদ্মা সেতুর দুনীতি নিয়ে বলেন, শেখ হাসিনার চেষ্টাতেই বিদেশী সাহায্য ছাড়াই নিমির্ত হয়েছে। খুলনা থেকে শুরু হওয়া ভূমি তথ্য ব্যাংক সারাদেশে ছড়িয়ে দেয়া হবে। সারাদেশে ভূমি নিয়ে জনগণ হয়রানির শিকার হচ্ছে। ধীরে ধীরে হয়রানি কমে যাবে। শৃঙ্খলার মধ্যে অাসবে ভূমি সেবা।