News71.com
 Bangladesh
 28 Jan 21, 06:59 PM
 665           
 0
 28 Jan 21, 06:59 PM

খুলনায় ১০০ কোটি টাকার সাপের বিষ উদ্ধার।।

খুলনায় ১০০ কোটি টাকার সাপের বিষ উদ্ধার।।

 

নিউজ ডেস্কঃ খুলনায় সাপের বিষসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-৬। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ভোরে নগরীর জিরোপয়েন্ট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃতরা হলেন পাবনার বেড়া এলাকার নূরুল সরদারের ছেলে বাচ্চু সরদার, ফরিদপুরের মো. ইব্রাহিম প্রামাণিকের ছেলে লুৎফর রহমান এবং যশোরের সদর এলাকার রামচন্দ্র বিশ্বাসের ছেলে সৌমিত্র বিশ্বাস। 

 

র‌্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজ জানান, গোপন সংবাদে র‍্যাব বৃহস্পতিবার সকাল ৬টার দিকে নগরীর জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে সাপের বিষসহ তিনজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ছয়টি কন্টিনারে থাকা ১২ পাউন্ড সাপের বিষ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১০০ কোটি টাকা। 

 

গ্রেফতারকৃতদের র‍্যাব-৬ এর সদর দফতরে আনা হয়েছে। তারা যশোর ও পাবনা এলাকায় বসবাস করেন। জিজ্ঞাসাবাদে তারা বেশ কিছু তথ্য দিয়েছেন। তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন