News71.com
 Bangladesh
 09 Mar 24, 11:42 PM
 797           
 0
 09 Mar 24, 11:42 PM

ইকরামুল হক আবার ময়মনসিংহের মেয়র পদে পূনঃনির্বাচিত॥

ইকরামুল হক আবার ময়মনসিংহের মেয়র পদে পূনঃনির্বাচিত॥


নিউজ ডেস্কঃ ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সদ্য সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক (টিটু)। শনিবার রাত সাড়ে ১০টার দিকে ১২৮টির কেন্দ্রের সব কটির ফলাফল ঘোষিত হয়েছে। তিনি পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬০৪ ভোট। টাউন হলের তারেক স্মৃতি মিলনায়তনে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে এই ফল ঘোষণা করেন ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী।

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে এবার মেয়র প্রার্থী ছিলেন পাঁচজন। বেসরকারি ফলাফলে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাদেকুল হক খান। হাতি প্রতীকে তিনি পেয়েছেন ৩৫ হাজার ৭৬৩ ভোট। এছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেসামুল আলম (ঘোড়া প্রতীক) পেয়েছেন ১০ হাজার ৭৭৩ ভোট। আরেক স্বতন্ত্র প্রার্থী রেজাউল হক (হরিণ) পেয়েছেন ১ হাজার ৪৮৭ ভোট। জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম (লাঙ্গল) পেয়েছেন ১ হাজার ৩২১ ভোট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন