News71.com
 Bangladesh
 27 Jan 25, 09:22 AM
 116           
 0
 27 Jan 25, 09:22 AM

ময়মনসিংহে অনির্দিষ্টকালের জন্য অটোরিকশা চালকদের কর্মবিরতি॥

ময়মনসিংহে অনির্দিষ্টকালের জন্য অটোরিকশা চালকদের কর্মবিরতি॥

নিউজ ডেস্কঃ ময়মনসিংহ নগরীতে অনির্দিষ্টকালের জন্য ব্যাটারিচালিত অটোরিকশা ও মিশুক চলাচল বন্ধ ঘোষণা করেছেন অটোচালকরা। রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় নগরীতে বিক্ষোভ মিছিল করে ময়মনসিংহ রেলওয়ে চত্বরে এক সমাবেশে অনির্দিষ্টকালের জন্য ব্যাটারিচালিত সব ধরনের অটোরিকশা ও মিশুক চলাচল বন্ধ ঘোষণা করেন চালকরা। এর আগে ১৮ জানুয়ারি নগরীর যানজট নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নির্দিষ্ট ছয়টি সড়কে (জিলা স্কুল মোড়, নতুন বাজার, গাঙ্গিনারপাড়, সি.কে ঘোষ রোড, দূগার্বাড়ী রোড এবং স্বদেশী বাজার) ব্যাটারিচালিত সব ধরনের অটোরিকশা ও মিশুক চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এতে অটোচালক ও মালিকরা ক্ষুব্ধ হয়ে গত ১৯ জানুয়ারি কর্মবিরতির পালন করে জেলা প্রশাসক ও সিটি কর্পোরেশন কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ মিছিল করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন