নিউজ ডেস্কঃ জামালপুরে পাইপগান-গুলি, হেরোইন ও ইয়াবাসহ ৪ ডাকাতকে আটক করেছে ডিবি পুলিশ। আজ দুপুরে জামালপুর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার রওনক জাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার বিকেলে দেওয়ানগঞ্জ উপজেলার জিনজিরাম নদীর ঘাট থেকে কুখ্যাত ডাকাত সর্দার আ. করিমসহ ৪ ডাকাতকে আটক করে পুলিশ।
আটককৃতদের কাছ থেকে একটি পাইপগান, ২০ রাউন্ড গুলি (কার্তুজ), ১০০ গ্রাম হেরোইন ও ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। আটক ডাকাতদের বিরুদ্ধে জামালপুর ও গাইবান্ধা জেলায় হত্যা, ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে। আটক অন্য তিন ডাকাতরা হল- মো. আল আমীন, মো. শহিদুল ইসলাম, মো. ইনসাব আলী।