নিউজ ডেস্কঃ ময়মনসিংহের মুক্তাগাছা থেকে অপহরণের ৯দিন পর শিশু তামিম আহম্মেদ (৮) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশু তামিম মুক্তাগাছা পৌরসভার পারাটুঙ্গী এলাকার জসিম উদ্দিনের ছেলে। আজ দুপুরে টাঙ্গাইল জেলার মধুপুর বন থেকে শিশুর দ্বিখন্ডিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মুক্তাগাছা থানার ওসি আক্তার মোর্শেদ জানান, গত ১৯ জুলাই বিকালে বাড়ির পাশে খেলাধুলা করার কথা বলে শিশু তামিমকে তার খালু শাকিল (২৪) অপহরণ করে। পরে অনেক খুঁজাখুজি করলেও তাকে পাওয়া যায়নি। অপহরণের পরদিন শাকিলকে আসামি করে শিশু তামিমের বাবা মুক্তাগাছা থানায় একটি অপহরণ মামলা করেন। অপহরণে জড়িত সন্দেহে গত বুধবার রবিন (১৭) নামে একজনকে আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী মধুপর বন থেকে শিশুর দ্বিখন্ডিত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত শাকিলকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।