News71.com
 Bangladesh
 27 Jul 17, 07:58 AM
 1255           
 0
 27 Jul 17, 07:58 AM

ময়মনসিংহের বারেক হত্যা মামলায় পিতা-পুত্রসহ চারজনের যাবজ্জীবন কারাদন্ড।।

ময়মনসিংহের বারেক হত্যা মামলায় পিতা-পুত্রসহ চারজনের যাবজ্জীবন কারাদন্ড।।

নিউজ ডেস্কঃ ময়মনসিংহে ঈশ্বরগঞ্জের আব্দুল বারেক হত্যা মামলায় পিতা-পুত্রসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক বেগম মেহেরুন্নেসা। আজ দুপুরে ওই মামলা রায় ঘোষণা করা হয়। আসামিরা হচ্ছেন- মো. নজরুল ইসলাম (৪৮) ও তার ছেলে মো. মোজাম্মেল হক (২২), আব্দুর রহমানের ছেলে মো. সাইদুল ইসলাম (৪৫) এবং আবুল হাশেম মৃধার ছেলে মো. শামসুল হক (২৫)।


মামলার সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১৪ মে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বারই গ্রামে হোসেন আলীর ধান ক্ষেতে বারেককে আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় বারেকের ছেলে সোপাইল (২২) বাদী হয়ে ঘটনার পরদিন চারজনের নামে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ আদালতে আসামিদের বিরুদ্ধে চার্জশীট দাখিল করে। পরে দীর্ঘ বিচার প্রক্রিয়ার দীর্ঘ ৯ বছর পর বিজ্ঞ আদালত আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাস সশ্রম কারাদন্ড প্রদান করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন