News71.com
 Bangladesh
 31 Jul 17, 03:33 AM
 1366           
 0
 31 Jul 17, 03:33 AM

হাইকোর্টের আদেশ অমান্য করে জামালপুরের ইসলামপুরে নির্বাচিতদের বিরুদ্ধে শপথগ্রহণের অভিযোগ।।  

হাইকোর্টের আদেশ অমান্য করে জামালপুরের ইসলামপুরে নির্বাচিতদের বিরুদ্ধে শপথগ্রহণের অভিযোগ।।   

নিউজ ডেস্কঃ হাইকোর্টের আদেশ আমান্য করে জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়ন পরিষদের নতুন নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের অভিযোগ পাওয়া গেছে। পরিষদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সাবেক ও বর্তমান ইউপি সদস্যদের মধ্যে চরম দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। ফলে পরিষদের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে,গত ২৬ মার্চ এই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. তোফাজ্জল হোসেন সীমানা পুননির্ধারণের জন্য হাইকোর্টে মামলা দায়ের করেন। গত ৩ এপ্রিল হাইকোর্ট বিভাগের বিচারক সৈয়দ মুহাম্মদ দস্তগীর হোসেন এবং বিচারক মো.আতাউর রহমান খানের সমন্বয়ের একটি বেঞ্চ ২৩ মে অনুষ্ঠিত নির্বাচন বন্ধের আদেশ দেয়। অথচ হাইকোর্টে মামলা চলমান থাকা অবস্থায় ২৩ মে নির্বাচন অনুষ্ঠিত হয়ে যায়। এর পর গত ৫ জুলাই মো. তোফাজ্জল হোসেনের আবেদনের প্রেক্ষিতে নির্বাচিত সদস্যদের শপথগ্রহণ না করার জন্য হাইকোর্ট আরও একটি আদেশ প্রদান করেন। কিন্তু স্থানীয় প্রশাসন তরিঘরি করে গত ১১ জুলাই ইউপি সদস্যদের শপথগ্রহণ সম্পন্ন করান। এ নিয়ে সাবেক ও বর্তমান ইউপি সদস্যদের মধ্যে চরম দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। এতে উভয়ই গ্রুপই বর্তমান পরিষদের ইউপি সদস্য দাবি করছেন।

এ প্রসঙ্গে মামলার বাদী মো. তোফাজ্জল হোসেন জানান,ইসলামপুরের ইউএনও হাইকোর্টের আদেশ অমান্য করে অন্যায়ভাবে ২৩ মে চিনাডুলি ইউপি নির্বাচন সম্পন্ন করেছেন এবং হাইকোর্টের আদেশ অমান্য করেই গত ১১ জুলাই ওই সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেছেন। ইউএনও হাইকোর্টের সকল আদেশের কাগজপত্র পাওয়ার পরও অস্বীকার করছেন। ২৩ তারিখের নির্বাচন একটি অবৈধ নির্বাচন। তাই নির্বাচিত সদস্যরা শপথগ্রহণ করতে পারেন না। এখনও আমরাই ইউপি সদস্য রয়েছি। এদিকে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম এহছানুল মামুন জানান,গত ২৩ মে নির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠানের উপর হাইকোর্টের নিষেধাজ্ঞা আরোপের চিঠি হাতে পাওয়ার আগেই তাদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শপথ গ্রহণ বন্ধের জন্য হাইকোর্টের কোনো আদেশ ওই সময় পায়নি। ফলে শপথ গ্রহণ সম্পন্ন করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন