নিউজ ডেস্কঃ জামালপুর সদর উপজেলায় নিজ বাড়িতে দুই কিশোরী বোনের গলাকাটা লাশ পাওয়া গেছে। আজ বুধবার সকালে উপজেলার মেষ্টা ইউনিয়নের তেলিবাড়ি গ্রামের বাড়িতে দুই বোনের গলাকাটা লাশ পাওয়া যায়। দুই বোন হলো ভাবনা আক্তার (১৩) ও নুরুন্নাহার (১০)। তারা স্কুলছাত্রী। তাদের বাবার নাম শামীম আহমেদ,তিনি সৌদিপ্রবাসী। মায়ের নাম তাসলিমা বেগম।
জামালপুর সদর উপজেলার নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুহব্বত কবির বলেন,দুই কিশোরী বোনের গলাকাটা লাশ পাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। এলাকাবাসীর ভাষ্য,গতকাল মঙ্গলবার সকালে তাসলিমা বেগম তাঁর দুই মেয়েকে স্কুলে যেতে বলে বাসা থেকে বের হন। আজ সকাল ৯টার দিকে তিনি বাড়িতে ফিরে মেয়েদের গলাকাটা লাশ দেখতে পান। পরে আশপাশের লোকজনকে খবর দেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার সঠিক কারন জানা সম্ভব হয়নি ।