News71.com
 Bangladesh
 08 Aug 17, 01:21 AM
 1252           
 0
 08 Aug 17, 01:21 AM

ময়মনসিংহে যাত্রীবাস উল্টে নিহত ৩।।

ময়মনসিংহে যাত্রীবাস উল্টে নিহত ৩।।

নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার পৌর ডাকবাংলোর সামনে একটি যাত্রীবাহী বাস উল্টে তিন জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩৭ জন। গতকাল সোমবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ভালুকা মডেল থানার ওসি মামুনুর রশিদ জানান,রাতে উপজেলার পৌর ডাকবাংলোর সামনে ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ইট ভাঙা লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে আহত ৩৯ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো দুই জন মারা যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন