News71.com
 Bangladesh
 10 Aug 17, 11:56 AM
 1290           
 0
 10 Aug 17, 11:56 AM

জামালপুরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ৫।।  

জামালপুরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ৫।।   

নিউজ ডেস্কঃ জামালপুর জেলা শহরের চন্দ্রায় ট্রেনের ধাক্কায় ইজিবাইকের চালক ও এর চার যাত্রী নিহত এবং অপর তিন যাত্রী আহত হয়েছে। আজ বুধবার বিকেল ৬টার দিকে ওই এলাকার বিজিবি ক্যাম্পসংলগ্ন রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও স্থানীয় সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে,বিকেলে একটি ইজিবাইক যাত্রী নিয়ে জামালপুর শহর থেকে চন্দ্রা এলাকায় যাচ্ছিল। ইজিবাইকটি চন্দ্রা রেললাইন অতিক্রম করার সময় ময়মনসিংহ থেকে দেওয়ানগঞ্জগামী ট্রেনের ধাক্কায় ইজিবাইকের চালক ও এর চার যাত্রী নিহত হন।

এ ছাড়া দুর্ঘটনায় আহত হন আরও তিন যাত্রী। হতাহত সবার বাড়ি জামালপুর শহরের চন্দ্রা ও কম্পোপুর এলাকায়। নিহতরা হলেন ছানোয়ার হোসেন,আব্দুর রহিম,মীর হোসেন,ইন্তাজ আলী এবং হোসেন আলী। এ ছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন ছালেহা বেগম, ঘুনু ও ফরিদুল হক। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন