News71.com
 Bangladesh
 27 Aug 17, 10:39 AM
 1270           
 0
 27 Aug 17, 10:39 AM

ময়মনসিংহের ভালুকায় বোমা বিস্ফোরণে নিহত ১,বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ।।  

ময়মনসিংহের ভালুকায় বোমা বিস্ফোরণে নিহত ১,বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ।।   

নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ভালুকায় একটি বাড়িতে বোমা বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। উপজেলার হবিবাড়ি ইউনিয়নের কাশর এলাকায় আজ রবিবার দুপুরে ওই ঘটনা ঘটে। বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম বলেন,বেলা আড়াইটার দিকে আধা-পাকা ওই বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে বোমা বানানোর সময় সেটি বিস্ফোরিত হয়েছে।

ঘরের ভিতর একজনের রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখার কথা জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন,ঘরের ভিতর আরও বিস্ফোরক থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। বাড়ির মালিক আজিমুদ্দিনের ভাষ্য,নিহত ওই যুবক তিন দিন আগে ঘরটি ভাড়া নিয়েছিলেন। আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবক স্ত্রী ও এক ছেলে শিশুকে নিয়ে ঘরটি ভাড়া নিয়েছিলেন। তাদের বাড়ি কুষ্টিয়া বলে জানিয়েছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন