News71.com
 Bangladesh
 31 Aug 17, 12:59 PM
 1290           
 0
 31 Aug 17, 12:59 PM

নেত্রকোণায় শিশু ছেলেসহ বাবার আত্মহত্যার চেষ্টা, ছেলের মৃত্যু

নেত্রকোণায় শিশু ছেলেসহ বাবার আত্মহত্যার চেষ্টা, ছেলের মৃত্যু

নিউজ ডেস্কঃপারিবারিক কলহের জেরে গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে শিশু ছেলেসহ বাবা আত্মহত্যার চেষ্টা করেন। পরে শিশু আবীর (৫) বৃহস্পতিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বাবা মাহাবুব (৩০) চিকিৎসাধীন। এ ঘটনায় আরও দুজন দগ্ধ হন।নেত্রকোণা শহরের মোক্তারপাড়ায় কো অপারেটিভ ব্যাংকের পিছনে উড়িয়াপট্টিতে বুধবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, উড়িয়াপট্টি এলাকার মাোবুবের সাথে তার স্ত্রী রুমা আক্তারের বনিবনা হচ্ছিল না। বেশ কিছুদিন আগেই সন্তান রেখে রুমা অন্যত্র চলে যায়। এনিয়ে মাহাবুবের সাথে তার মা মঞ্জুরা খাতুনের ঝগড়া হয়। এক পর্যায়ে মাহাবুব নিজের মোটর সাইকেলের পেট্টোল নিজে ও ছেলে আবীরের গায়ে ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। আগুন নেভাতে ও তাদের বাঁচাতে গিয়ে মঞ্জুরা খাতুন ও প্রতিবেশি মাহফুজ দগ্ধ হয়। আগুনে আবীর ও মাহাবুবের শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। তাদেরকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাহাবুব ও আবীরকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আবীর ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন