নিউজ ডেস্কঃ ময়মনসিংহের গফরগাঁওয়ের পুকুরিয়ায় ফখরুলের মাদ্রাসায় আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বোমা তৈরির সময় ইমরান (১৬) নামে এক মাদ্রাসা ছাত্রের বাম হাতের আঙ্গুল উড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। ইমরান মপা যভঢ়উরৌহা গ্রামের বেলাল উদ্দিনের ছেলে। গফরগাঁও থানার ওসি মাহবুবুর আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
তিনি জানান,গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশ ইমরানসহ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। উদ্ধার করা হয়েছে হাতুড়ি ও প্লাস। তবে ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান,বারুদ নিয়ে খেলার সময় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ইমরানকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ ঘিরে রেখেছে।