নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ভালুকায় আজ ছোট ভাইয়ের বউয়ের দায়ের কোপে ভাসুর খুন হয়েছেন। উপজেলার কাচিনা ইউনিয়নের কাচিনা গ্রামের ফকিরবাড়ী নামক স্থানে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার কাচিনা গ্রামের ফকিরপাড়া নামক স্থানে সকালে গরু চড়ানো ও কলা গাছ কাটাকে কেন্দ্র করে মৃত আ. বাছের আলী ফকিরের ছোট ছেলে আ. আজিজ মাষ্টারের স্ত্রী মোর্শেদা (৪০) তার ভাসুর আ. কাদেরকে (৬০) ধারালো দা দিয়ে কোপ দিলে তার গলার নিচে কেটে প্রচণ্ড রক্তক্ষরণ হয়। পরে এলাকাবাসীর সহযোগিতায় আ. কাদেরকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ভরাডোবা নামক স্থানে সে মারা যায়।
পরবর্তীতে ভালুকা মডেল থানা পুলিশ ঘঁটনাস্থল পরিদর্শন করেছেন। এ রির্পোট লেখা পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি। ভালুকা মডেল থানার ওসি(তদন্ত) হয়রত আলী জানান, আমরা জানতে পেরেছি কলা গাছ নিয়ে ঝগড়ার এক পর্যায়ে ছোট ভাইয়ের স্ত্রী মোর্শেদার দায়ের আঘাতে তার ভাসুর আ. কাদেরের গলার নিচে কেটে যায় এবং হাসপাতালে নেওয়ার পথে সে মারা হয়। আমরা কাউকে আটক করতে পারেনি। তবে অভিযান অব্যাহত রয়েছে।