নিউজ ডেস্কঃ ময়মনসিংহের হালুয়াঘাটের কালাপাড়ায় মরিয়ম (২২), মহিরন (১৪) ও রাসেল (২০) নামে তিন ভাই-বোনের ওপর অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনায় অ্যাসিড নিক্ষেপকারীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনাটি ঘটে । হালুয়াঘাট থানার ওসি কামরুল ইসলাম মিয়া জানান, মরিয়মের সাবেক স্বামী সোহেল গতকাল মঙ্গলবার রাতে অ্যাসিড নিক্ষেপ করে। এতে ৩ ভাই-বোন দগ্ধ হয়। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অ্যাসিড নিক্ষেপের অভিযোগে সোহেল এবং তার সহযোগী মরিয়মের মামাতো ভাই আল আমিন ও ব্যাটারি দোকানের মালিক উজ্জ্বলকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।