News71.com
 Bangladesh
 06 Sep 17, 09:54 AM
 1230           
 0
 06 Sep 17, 09:54 AM

কেন্দুয়ায় সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামি গ্রেপ্তার।।

কেন্দুয়ায় সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামি গ্রেপ্তার।।

নিউজ ডেস্কঃ নেত্রকোনার কেন্দুয়ায় নারী ও শিশু এবং মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন নারী ও শিশু মামলার সাজাপ্রাপ্ত কাজল মিয়া (৩০) ও মাদক মামলায় সাজাপ্রাপ্ত মঞ্জুর রহমান (৬০)। আজ বুধবার সকালে গ্রেপ্তার ওই দুই আসামিকে আদালতের মাধ্যমে নেত্রকোনা জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানায়,নারী ও শিশু মামলায় সাজাপ্রাপ্ত আসামি উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামের বাসিন্দা কাজল মিয়া ও মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি উপজেলার নওপাড়া ইউনিয়নের পোড়াবাড়ি গ্রামের বাসিন্দা মঞ্জুর রহমান দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

ঈদ উপলক্ষে তারা এলাকায় আসার খবর পায় পুলিশ। এর পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার গভীর রাতে কেন্দুয়া থানার এএসআই রহমত আলীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। উপজেলার বলাইশিমুল গ্রামের মামার বাড়ি থেকে মঞ্জুর রহমানকে ও চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামের নিজ বাড়ি থেকে কাজল মিয়াকে গ্রেফতার করে। কেন্দুয়া থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান,গ্রেপ্তারকৃতদের আজ বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন