নিউজ ডেস্কঃ ইসলামপুরের সাপধরী ইউনিয়ন পরিষদ থেকে ভিজিডি’র ১৬৫ বস্তা চাল গতকাল বুধবার গভীর রাতে স্থানীয় কালোবাজারীরা অন্যত্র পাচারকালে চালগুলো জব্দ করেছেন ইসলামপুরের ইউএনও এবিএম এহছানুল মামুন। এসময় মো: তোতা নামের একজন কালোবাজারীকেও আটক করেছ পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, ইসলামপুরের সাপধরী ইউনিয়ন পরিষদ থেকে গতকাল বুধবার বিকালে ২৬৫ বস্তা চাল স্থানীয় কালোবাজারীরা ক্রয় করে। পরে ওই চাল কালোবাজারীরা গতকাল বুধবার রাতেই সাপধরী ইউনিয়নের চেঙ্গানিয়া থেকে নৌকা যোগে ইসলামপুরের আমতলি বাজার ঘাটে আনে। সেখান থেকে কালোবাজারীরা গভীর রাতে ওই চালগুলো ভটভটি যোগে ইসলামপুর উপজেলা শহরে পাচারের চেষ্টা করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে ইসলামপুরের ইউএনও এবং ইসলামপুর থানার একদল পুলিশ আমতলি বাজার এলাকায় দ্রুত অভিযান চালান। এ অভিযানের একপর্যায়ে আমতলি বাজার নৌ-ঘাট থেকে দুটি নৌকাসহ ভিজিডি’র চালগুলো জব্দ করেন পুলিশ। এ সময় সাপধরী ইউনিয়নের মো: তোতা নামের এক কালোবাজারীকেও আটক করেছেন পুলিশ। জব্দকৃত ভিজিডি’র চালগুলো সাপধরী ইউনিয়নের কয়েকজন জনপ্রতিনিধি ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নিকট থেকে ক্রয় করেছে বলে গ্রেফতারকৃত কালোবাজারী মো: তোতা জানিয়েছে।
ইসলামপুরের ইউএনও এবিএম এহছানুল মামুন জানান,যমুনার দুর্গম চরাঞ্চল সাপধরী ইউনিয়নের দু:স্থমাতাদের জন্য সরকারের বরাদ্দকৃত ভিজিডি’র চাল কালোবাজারে বিক্রির পর চালগুলো পাচারকালে জব্দ করে থানায় আনা হয়েছে। এসময় মো: তোতা নামের এক কালোবাজারীকে গ্রেপ্তার করা হয়েছে। এব্যাপারে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বাদী হয়ে ইসলামপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করবেন বলেও তিনি জানান।