নিউজ ডেস্কঃ নেত্রকোনায় মসজিদের অনুদানের টাকা নিয়ে সংঘর্ষে ঘটনাস্থলে কাছুম আলী (৬০) নামে একজন কৃষক নিহত ও উভয় পক্ষের অন্তত ৬জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আজ শনিবার বিকেলে উপজেলার পশ্চিম ফতেপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে । এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পশ্চিম ফতেপুর যাত্রারখাল মসজিদের অনুদানের টাকা নিয়ে কমিটির সদস্যদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। ফতেপুর গুচ্ছ গ্রাম নির্মাণের সময় এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম চৌধুরী মসজিদ কমিটির সদস্য রেণু মিয়ার কাছে ১ লাখ টাকা জমা দেন। কিন্তু ওই টাকা মসজিদ তহবিলে জমা না দেয়ায় এ নিয়ে কয়েকবার গ্রাম বৈঠক অনুষ্ঠিত হয়। তবে কোন সুরাহা হয়নি।অনুদানের টাকা নিয়ে সকালে রেণু মিয়ার সঙ্গে একই গ্রামের মসজিদ কমিটির সদস্য ইব্রাহীম মুন্সি ও সাদেক মুন্সির তর্কবিতর্ক হয়। এর জের ধরে বিকেলে ইব্রাহীমের বাড়ির পেছনে দুপক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে ।
ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম চৌধুরী বলেন, আমি মসজিদের উন্নয়নে জন্য কোন টাকাই দেইনি। মূলত পূর্ব শত্রুতার জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওসি মো. শওকত আলী অনুদানের টাকা নিয়ে সংঘর্ষের ঘটনা স্বীকার করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি, মামলার প্রস্তুতি চলছে ।