নিউজ ডেস্কঃ ময়মনসিংহে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন। তবে তার নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের ওসি সৈয়দ আশিকুর রহমান জানান,নিহত ডাকাত সদস্য শম্ভুগঞ্জে দুজনকে হত্যা করে ১০টি গরু লুট করে নেয়ার ঘটনার সঙ্গে জড়িত। আজ সোমবার ভোরেও তারা মহাসড়কে ডাকাতি করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে ডাকাতরা। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে এক ডাকাত সদস্য ঘটনাস্থলেই নিহত হন। বাকিরা পালিয়ে যান।