নিউজ ডেস্কঃ নেত্রকোনা শহরে সকাল আনুমানিক পৌনে ১১ টার দিকে একটি বিকট আওয়াজ হয়। এতে জনমনে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দেয়। ছড়িয়ে পড়ে আতঙ্ক। অন্যদিকে জেলা শহরের সাতপাই রেললাইন এলাকায় রেল লাইনে ট্রেনের নিচে পাথর ও পয়সা রাখার অভিযোগে ৩ কিশোরকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটককৃত ৩ কিশোর মোহনগঞ্জ পাইলট স্কুলের ১০ম শ্রেণির ছাত্র। এরা হচ্ছে- দীপ্ত মহাপাত্র,দিদার ও দিতাস।
প্রত্যক্ষদর্শী লিয়াকত উল্লাহ জানান,তার কফি হাউসের সামনে রেল লাইনে কতিপয় যুবক পাথর ও পয়সা রাখে। এসময় মোহনগঞ্জ থেকে ময়মনসিংহ গামী লোকাল ট্রেনটি যাওয়ার সময় বিকট শব্দ হয়। এখান থেকে ৩ কিশোর দৌড়ে পালানোর সময় এলাকাবাসীসহ তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এ ব্যাপারে পুলিশ সুপার জয়দেব চৌধুরীর সাথে যোগাযোগ করলা তিনি বলেন,একটি বিকট শব্দ হয়েছে। অনেকেই অনেক কিছু বলছে। শব্দের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। রেল লাইনের পাথর রাখার ঘটনায় ৩ কিশোরকে জিজ্ঞাসাবাদ চলছে।