News71.com
 Bangladesh
 27 Oct 17, 10:43 AM
 1523           
 0
 27 Oct 17, 10:43 AM

নেত্রকোনায় রক্ষাকালী মন্দিরে ৫টি প্রতিমা ভাংচুর।

নেত্রকোনায় রক্ষাকালী মন্দিরে ৫টি প্রতিমা ভাংচুর।

নিউজ ডেস্কঃ নেত্রকোনা সদর উপজেলায় সার্বজনিন রক্ষাকালী মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতের কোন এসময় শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে সদরের লক্ষীগঞ্জ ইউনিয়নের বাইশধার পূর্বপাড়ার সার্বজনীন কালী মন্দিরে এ ঘটনা ঘটে।এ সময় মন্দিরের ভেতরে থাকা রক্ষিত ৫টি প্রতিমা ভাঙ্গা অবস্থায় পড়ে রয়। ভাংচুরকৃত মূর্তির মধ্যে রয়েছে ১টি বড় ও ১টি ছোট কালী মূর্তি, ১টি রাধা মূর্তি, ১টি কৃষ্ণ মূর্তি ও ১টি গদাই মাদাই মূর্তি

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন