নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ভালুকা থেকে তারেক মোহাম্মদ নামে এক নব্য জেএমবি সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার রাতে উপজেলার জমিরদিয়া মাস্টার বাড়ি এলাকার নাসির গ্লাসের সামনে থেকে আটক করা হয়। আটক তারেক ময়মনসিংহ সদর উপজেলার বোররচর কুষ্টিয়াপাড়া এলাকার মাওলানা আফতাব উদ্দিনের সন্তান।
ডিবি’র ওসি আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান,ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ফোর্সসহ উপ-পরিদর্শক পরিমল দাস চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি চালাচ্ছিলেন। এসময় হঠাৎ এক যুবক গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ওই যুবককে আটক করা হয়। এসময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে জিহাদী বই,লিফলেট ও অস্ত্র উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারেক নব্য জেএমবি’র সদস্য বলে স্বীকার করেছে বলেও জানান ওসি আশিকুর রহমান।