News71.com
 Bangladesh
 28 Nov 17, 06:01 AM
 1389           
 0
 28 Nov 17, 06:01 AM

নেত্রকোনায় খালের জলে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু।।  

নেত্রকোনায় খালের জলে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু।।   

নিউজ ডেস্কঃ নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের চানপুর গ্রামে আজ খালের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়,চানপুর গ্রামের বড় ভাই আক্কাছ মিয়ার সাড়ে ৩ বছরের শিশু কন্যা সোনিয়া আক্তার এবং ছোট ভাই সাচ্ছু মিয়ার ২ বছরের শিশু পুত্র তোফায়েল বাড়ীর পাশে খেলাধুলা করার সময় হঠাৎ বাড়ীর সংলগ্ন খালের পানিতে পড়ে যায়।

পরে পরিবার ও আশপাশের লোকজন খালের পানিতে তল্লাশি চালিয়ে তাদেরকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। কলমাকান্দা থানার ওসি এ কে এম মিজানুর রহমান দুটি শিশু খালের পানিতে পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন