News71.com
 Bangladesh
 17 Dec 17, 06:31 AM
 1551           
 0
 17 Dec 17, 06:31 AM

ময়মনসিংহে তিন ভুয়া ডিবি পুলিশ আটক।  

ময়মনসিংহে তিন ভুয়া ডিবি পুলিশ আটক।   

নিউজ ডেস্কঃ দশ লাখ টাকাসহ ময়মনসিংহের দুই ব্যক্তি অপহরণের ১৩ দিন পর গাজীপুর থেকে তিন ভুয়া ডিবি পুলিশকে আটক করা হয়েছে। আজ রবিবার তাদের আটক করে ময়মনসিংহ ডিবি পুলিশ। আটকের সময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস, ডিবির পোশাক, হাতকড়া, ওয়াকিটকি, ২টি খেলনা পিস্তল, নির্দেশক বাতি, এবং ১ লাখ পঞ্চাশ হাজার টাকা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন শেরপুরের সুমন শরীয়তপুরের আক্কাছ ও বাগেরহাটের পলাশ।আজ রবিবার দুপুরে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম এক সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানান।

সৈয়দ নুরুল ইসলাম জানান, গত তিন ডিসেম্বর ত্রিশালের বৈলর থেকে মাছ ব্যবসায়ী ওসমান গনি ও অংশীদার নুরে আলম ব্যাংক থেকে প্রায় দশ লাখ টাকা উত্তোলন করে আড়তে যাওয়ার পথে দুই ব্যক্তি তাদের গতিরোধ করে। পরে তিন ব্যক্তি ডিবি পুলিশ পরিচয় দিয়ে একটি সিএনজি পাম্প থেকে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে।এরপর হাতকড়া পরিয়ে মাইক্রোবাসে ঢাকার পথে তুলে নিয়ে যায়।এ ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সিসি ক্যামেরার ফুটেজ দেখে জেলা গোয়েন্দা পুলিশ রাজধানীর আশেপাশের বিভিন্ন স্থানে কয়েক দফা অভিযান চালায়।অবশেষে দুই দিন অভিযান চালিয়ে গাজীপুর থেকে ভুয়া ডিবি পুলিশ সুমন, আক্কাছ,ও পলাশকে আটক করে। এসময় অপহরণ কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, ডিবি পোশাক, হাতকড়া, ওয়াকিটকি, দুটি খেলনা পিস্তল, নির্দেশক বাতি, এবং ১ লাখ পঞ্চাশ হাজার টাকা উদ্ধার করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন