নিউজ ডেস্কঃ জামালপুরের সদর উপজেলার রশিদপুর ব্রিজ এলাকা সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।আজ শুক্রবার সকালে সদর উপজেলার রশিদপুর ব্রিজ এলাকা থেকে ওই দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।জানা যায়,গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে আসেন রাজন ও মুক্তা।রাত ১২টায় অনুষ্ঠান শেষ হওয়ার পর রাতের কোনো এক সময় মোটরসাইকেলে ওই দুজন বাড়ি ফিরছিলেন।ফেরার পথে শহরের রশিদপুর ব্রিজ এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।জামালপুর সদর থানার ওসি মো. নাসিমুল ইসলাম সাংবাদিকদের জানান, ভোরে স্থানীয়রা রাজন ও মুক্তার মরদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।