News71.com
 Bangladesh
 23 Feb 18, 01:03 AM
 1318           
 0
 23 Feb 18, 01:03 AM

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে নিহত ৪, আহত ৩০।।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে নিহত ৪, আহত ৩০।।

নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে ৪ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে।আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চর হোসেনপুর ভূঁইয়া ফিলিং স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।জানা যায়, ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী শ্যামল ছায়া পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১১৩৬৪৬) এক বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং হাসপাতালে নেয়ার পর আরো ৩ জনের মৃত্যু হয়। নিহত তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, জামালপুরের হাসিনা খাতুন (৭৫), ঈশ্বরগঞ্জের ঘাগড়াপাড়া গ্রামের রতন মিয়া (৩৫) ও নান্দাইলের হাবিব (৩৫)। রতন মিয়াই সেই সাইকেল আরোহী ছিলেন। নিহত আরেক নারীর পরিচয় এখনো জানা যায়নি।আহতদেরকে ঈশ্বরগঞ্জ ও ময়মনসিংহের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।দুর্ঘটনা ও আহত-নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম খান ও ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মাহফুজুল আলম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন