নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে ৪ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে।আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চর হোসেনপুর ভূঁইয়া ফিলিং স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।জানা যায়, ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী শ্যামল ছায়া পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১১৩৬৪৬) এক বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং হাসপাতালে নেয়ার পর আরো ৩ জনের মৃত্যু হয়। নিহত তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, জামালপুরের হাসিনা খাতুন (৭৫), ঈশ্বরগঞ্জের ঘাগড়াপাড়া গ্রামের রতন মিয়া (৩৫) ও নান্দাইলের হাবিব (৩৫)। রতন মিয়াই সেই সাইকেল আরোহী ছিলেন। নিহত আরেক নারীর পরিচয় এখনো জানা যায়নি।আহতদেরকে ঈশ্বরগঞ্জ ও ময়মনসিংহের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।দুর্ঘটনা ও আহত-নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম খান ও ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মাহফুজুল আলম।