নিউজ ডেস্কঃ জামালপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ ১৫টি পদে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট মো. আমান উল্লাহ আকাশ, সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী জিন্নাহ, সহ-সভাপতি (২) অ্যাডভোকেট মো. আছাদ উল্লাহ, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো.আব্দুস ছালাম (৪) বিজয়ী হয়েছেন। এ ছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আলতাফুর রহমান, সহ-সাধারণ সম্পাদক (২) অ্যাডভোকেট শাহ মো. এনায়েত হোসেন হিটলার, অডিটর অ্যাডভোকেট আবু জাফর মো. আব্দুল্লাহ বাবু, পাঠাগার ও সাহিত্যবিষয়ক সম্পাদক অ্যাড. মো.নুরুল আমীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন বিজয়ী হয়েছেন।
সদস্য পদে বিজয়ী হয়েছেন যথাক্রমে অ্যাডভোকেট এম এ রায়হান পাপ্পু, অ্যাডভোকেট এস এম কামরুল হাসান পলাশ, অ্যাডভোকেট মাহফুজা সুলতানা সাথী, অ্যাডভোকেট মো. কামরুল হাসান মনি, অ্যাডভোকেট শামসুজ্জুহা ইসমাইল ও অ্যাডভোকেট রাসেদুল ইসলাম খোকন।গতকাল মঙ্গলবার জামালপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।সারাদিন ভোটগ্রহণ ও ভোট গণনা শেষে রাত ১০টায় ফল প্রকাশ করা হয়।