News71.com
 Bangladesh
 13 Mar 18, 06:36 AM
 1296           
 0
 13 Mar 18, 06:36 AM

ময়মনসিংহের নতুন ডিসি সুভাষ চন্দ্র বিশ্বাস।

ময়মনসিংহের নতুন ডিসি সুভাষ চন্দ্র বিশ্বাস।

নিউজ ডেস্কঃ ময়মনসিংহে নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে যোগদান করেছেন ড. সুভাষ চন্দ্র বিশ্বাস।আজ মঙ্গলবার সকালে তিনি এ জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে অফিস করেন। এর আগে, তিনি নরসিংদীর জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।গতকাল সোমবার সন্ধ্যায় ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ড. সুভাষ চন্দ্র বিশ্বাসকে ময়মনসিংহের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

গত ২৫ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব দেওয়ান মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নরসিংদীর জেলা প্রশাসক (ডিসি) ড. সুভাষ চন্দ্র বিশ্বাসকে ময়মনসিংহের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়।একই প্রজ্ঞাপনে ময়মনসিংহের জেলা প্রশাসক ডিসি খলিলুর রহমানকে মন্ত্রিপরিষদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদে পদায়ন করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন