News71.com
 Bangladesh
 19 Mar 18, 02:23 AM
 1300           
 0
 19 Mar 18, 02:23 AM

ময়মনসিংহে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৬।।

ময়মনসিংহে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৬।।


নিউজ ডেস্কঃ ময়মনসিংহে পৃথক স্থান থেকে ৫৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিশেষ অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এসএ নেওয়াজী এ তথ্য নিশ্চিত করেন। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি বলেন,গতকাল রবিবার মধ্যরাতে জেলার ১১টি উপজেলায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদক বিক্রেতা,দণ্ডপ্রাপ্ত ও নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে দায়ের করা মামলায় ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন