News71.com
 Bangladesh
 21 Mar 18, 10:11 AM
 1334           
 0
 21 Mar 18, 10:11 AM

কলমাকান্দায় ১৬ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

কলমাকান্দায় ১৬ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার


নিউজ ডেস্কঃ কিশোরীকে অপহরণ করে ধর্ষণের পর হত্যা ও মরদেহ গুম করা অপরাধে মৃত্যুদণ্ড পাওয়ার ১৬ বছর পর মো. আব্দুল মান্নান (৫০) নামে পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সারারকোনা গ্রামে। আজ বুধবার সকালে আব্দুল মান্নানকে তার বাড়ি থেকে গ্রেফতারের পর দুপুরে কলমাকান্দা থানায় তাকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান জানান, আব্দুল মান্নান ১৯৯৫ সালে তার প্রতিবেশী মো. রস্তুম আলীর কিশোরী মেয়ে হেলেনা আক্তারকে অপহরণ করেন। পরে তাকে ধর্ষণ এবং হত্যার পর মরদেহটি কেটে টুকরো টুকরো করে গুম করার চেষ্টা করেন। এ ঘটনায় আব্দুল মান্নানের বিরুদ্ধে কিশোরীর পরিবার হত্যা মামলা করেন। সেই মামলার তদন্তকারী কর্মকর্তা থানার তৎকালীন উপ-পরিদর্শক এসআই মো. ইব্রাহিম আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে অভিযোগ প্রমাণ হওয়ায় ২০০২ সালে আদালত আব্দুল মান্নানকে মৃত্যুদণ্ড দেন। তবে ঘটনার পর থেকেই তিনি পালিয়ে ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন