নিউজ ডেস্কঃ ময়মনসিংহের গৌরীপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে উজ্জ্বল নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশের ভাষ্য,উজ্জ্বল গৌরিপুরের এসআই আসাদকে ছুরিকাঘাতের ঘটনার প্রধান আসামি। গতকাল মঙ্গলবার গভীর রাতে ময়মনসিংহ আঞ্চলিক সড়কের শম্ভুগঞ্জ এলাকায় আসামি গ্রেফতারে অভিযানে গেলে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার এস এ নেওয়াজী। তিনি বলেন,রাতে ডিবি পুলিশের একটি দল ময়মনসিংহ আঞ্চলিক সড়কের শম্ভুগঞ্জ এলাকায় উজ্জ্বলের উপস্থিতি টের পায়। এ সময় উজ্জ্বল এবং তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে এক পর্যায়ে অন্যরা পালিয়ে যান। পরে ঘটনাস্থলে উজ্জ্বলকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।