নিউজ ডেস্কঃ নেত্রকোনার কেন্দুয়ায় বাড়ির পাশের হাওর থেকে গরু আনতে গিয়ে আকস্মিক বজ্রাঘাতে হাবুল মিয়া (৩৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় বজ্রাঘাতে ওই কৃষকের একটি গাভী ও একটি বাছুরও মারা যায়। নিহত কৃষক হাবুল মিয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের তেথুলিয়া গ্রামের মৃত চানফর আলীর ছেলে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির পাশের বেদুয়া নামক হাওর থেকে গরু আনতে গিয়ে আকস্মিক বজ্রাঘাতে ওই দুই গরুসহ কৃষকের মৃত্যু হয়। জানা গেছে,উপজেলার তেথুলিয়া গ্রামের কৃষক হাবুল মিয়া প্রতিদিনের ন্যায় গতকাল বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশের বেদুয়া নামক হাওরে রেখে আসা তার একটি গাভী ও একটি বাছুর আনতে ওই হাওরে যান। সেখান থেকে গরু নিয়ে বাড়ি আসার পথে হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই দুইটি গরুসহ কৃষক হাবুল মিয়ার মৃত্যু হয়।