নিউজ ডেস্কঃ ময়মনসিংহের তারাকান্দায় বাস ও লরি’র মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৮ জন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মধুপুর এলাকায় এ ঘটনা ঘটে। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল হক জানান, ধোবাউড়া উপজেলা থেকে ইফাত পরিবহন নামে একটি বাস ময়মনসিংহের উদ্দেশে আসছিল। বাসটি ময়মনসিংহ-শেরপুর সড়কের তারাকান্দা উপজেলার মধুপুর এলাকায় এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি সড়ক থেকে পাশের একটি ক্ষেতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় এক পুরুষ নিহত হন। সংকটাপন্ন অবস্থায় ১০ বাস যাত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মা ও তার শিশুসন্তান মারা যান। অন্য ৮ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।