নিউজ ডেস্কঃ নেত্রকোনায় আদালতে জামিন নিতে আসা বিএনপি কেন্দ্রীয় নেতা কেন্দুয়া উপজেলা সভাপতি রফিকুল ইসলাম হিলালী ও সম্পাদক কেন্দুয়া উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভুইয়া দুলালসহ ১২৭ নেতা-কর্মীকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত। আজ বিকেল সাড়ে ৩ টার দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন তারা। হাইকোর্ট থেকে নেয়া জামিনের মেয়াদ শেষ হওয়ায় আদালতের বিচারক রোকনুজ্জামান সকলকে জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। উল্লেখ্য,গত ০৫/০২/১৮ ইং তারিখ নেত্রকোনার কেন্দুয়া থানায় পুলিশ বাদী হয়ে ১৩০ জনকে আসামি করে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক পৃথক ভাবে ৪টি মামলা দায়ের করে। এছাড়াও গত ৩ দিনে জেলার বিভিন্ন উপজেলার প্রায় ২ শতাধিক নেতাকর্মীকে জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।