নিউজ ডেস্কঃ ময়মনসিংহ থেকে ঢাকাগামী কমিউটার ট্রেনের ইঞ্জিনে দাঁড়িয়ে অজ্ঞাত এক কিশোরের মৃত্যু হয়েছে। মৃত সেই কিশোরের আনুমানিক বয়স ১২ বছর। গতকাল সোমবার রাত ৯টার দিকে ময়মনসিংহ জিআরপি থানা পুলিশ সেই কিশোরের মরদেহ উদ্ধার করে। ময়মনসিংহ জিআরপি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান,সন্ধ্যায় ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া কমিউটার ট্রেনের ইঞ্জিনের সামনে দাঁড়িয়ে ঢাকা যাচ্ছিল সেই কিশোর। এসময় ট্রেনটি কেওয়াটখালি ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় মাথায় বাড়ি খেয়ে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরও জানান,আজ মঙ্গলবার সকালে কিশোরের মরদেহ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।