নিউজ ডেস্কঃ নেত্রকোনায় কারারক্ষীকে বোকা বানিয়ে মেহেদী হাসান আলম ওরফে আলম চোরা (৩০) পালিয়ে গেছে। আজ বুধবার অসুস্থতার নাটক সাজিয়ে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে কারারক্ষীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় সে। মাদক মামলার আসামি মেহেদী হাসান আলম পৌর এলাকার সাতপাই গ্রামের বাদল মিয়ার ছেলে। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম জানান,আসামি আলম একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। আজ সে অসুস্থতার নাটক সাজিয়েছিল। যা কারা কর্তৃপক্ষ বুঝতে না পেরে আসামিকে সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে কারা কর্তৃপক্ষকে ধাক্কা দিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যায় আলম চোরা। তার বিরুদ্ধে থানায় আরও ৮টি মামলা রয়েছে। মাদক মামলার ওই আসামিকে গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি। বিষয়টি নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন জানান,গত শুক্রবার (৪ মে) রাতে আলম চোরা নামে ওই আসামিকে শহরের জয় নগর এলাকা থেকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২৩০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। পরবর্তীতে তাকে কোর্টে সোপর্দ করলে আদালত জেল হাজতে পাঠায়।