নিউজ ডেস্কঃ আসামি ধরতে গিয়ে নেত্রকোনায় বালুবাহী ট্রাকের চাপায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সৈয়দ মিরাজ হোসেন ও তার সোর্স রাজু মিয়া নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১টায় ময়মনসিংহ মহাসড়কের পূর্বধলায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। গোয়েন্দা পুলিশের সোর্স রাজু জেলা সদরের লাল চাঁন মিয়ার ছেলে। নেত্রকোনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।